by Farhana Rahim on 2024-11-17 11:13:12
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1062
Question: বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ- |
A) তৎসম |
B) তদ্ভব |
C) দেশি |
D) বিদেশি |
Correct Answer: দেশি |
ব্যাখ্যা:দেশি শব্দ" বলতে সেই সব শব্দকে বোঝায় যা আর্য জাতিগোষ্ঠীর বাংলায় আগমনের পূর্বে এই অঞ্চলে বসবাসকারী অনার্য বা আদিম জনগোষ্ঠী (যেমন: কোল, মুণ্ডা, সাঁওতাল, দ্রাবিড় ইত্যাদি) ব্যবহার করত এবং পরবর্তীতে বাংলা ভাষার অংশ হয়ে গেছে। আর্যরা যখন এই অঞ্চলে আসে, তখন এখানকার আদিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ তাদের ভাষায় স্থান করে নেয়। এই শব্দগুলোই "দেশি শব্দ" হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপ কিছু দেশি শব্দ: চাল, ডাল, ঢেঁকি, কুলা, ডোম, চুলা, পেট, মুড়ি, ঝিঙ্গা, চিংড়ি, ঢেঁড়স, লাউ, কদবেল, কলা, আম, ছাই, খোকা, খুকি, ঢিল, ডিঙ্গা, কুঁড়ে, ডাগর, গঞ্জ, কুঁজো, ঝোল, ইত্যাদি। এই শব্দগুলো বাংলা ভাষার মৌলিক কাঠামো এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে। এগুলি বাংলার মাটির গন্ধ বহন করে এবং ভাষার সমৃদ্ধি ও বৈচিত্র্য বাড়ায়। |