আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> Rules of spelling 01
Rules of spelling 01
Rule-1 : কোনো শব্দের শুরুতে all এবং শব্দের শেষে full যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলে L একটা হবে। যেমন-
All+most = almost (প্রায়)
all+ready = already (ইতোমধ্যে)
all+though = although (যদিও)
harm+full = harmful (ক্ষতিকর)
all+ways = always (সব সময়)
beauty+full = beautiful (সুন্দর)
skill+full = skilful (brritish English),
skillful (american English) (দক্ষ, পটু) ইত্যাদি।
use+full = useful (প্রয়োজনীয়)। আরও উদাহরণঃ
1)Grateful, 2)Forgetful, 3)Successful, 4)Awful, 5)Fulfil
Rule-2 : s নাকি es?
আমরা জানি subject 3rd person singular হলে present indefinite tense এ মূল verb সাথে সাধারণত s/es যুক্ত করতে হয়। আবার noun এর plural করতেও বেশিরভাগ ক্ষেত্রে এর সঙ্গে s/es যুক্ত করতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি কি বেশিরভাগ ক্ষেত্রে শুধু s যুক্ত হয়? Es শুধু তখনই যুক্ত হয় যখন verb/ noun এর শেষে o, che (উচ্চারণ ‘চ’ হলে) s, sh, ss, x কিংবা z থাকে । যেমন-
go –goes
gas –gases
focus –fucuses
dish –dishes
mix –mixes
mango –mangoes
catch –catches
clutch –clutches (এঁটে ধরা, ছিনিয়ে নেওয়া)
miss –misses
fex (এক প্রকার টুপি)- fezes
do –does
match –matches
brush –brushes
box –boxes
কিন্তু photo, studio, video এদের পরে শুধু s যুক্ত হয়ে যথাক্রমে photos, studios এবং videos হবে।
তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।
»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।
»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।