Back | Main Page
১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1829


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ?

2. তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি-এটা কোন ধরনের বাক্য?

3. একাদশে বৃহস্পতি-এর অর্থ কি?

4. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

5. সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?

6. দুটি পুরুষ বাচক শব্দ রয়েছে কোনটিতে?

7. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে ?

8. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?

9. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?

10. বচন অর্থ কি?

11. মরি মরি!কি সুন্দর প্রভাতের রূপ-বাক্যে মরি মরি কোন শ্রেনীর অব্যয়?

12. দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

13. কৌশলে কার্যোদ্ধার -কোনটির অর্থ?

14. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

15. কোনটি অপ্রানীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

16. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

17. সন্ধির প্রধান সুবিধা কি?

18. কোন বানানটি শুদ্ধ?

19. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

20. কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি?

21. ১৯৫২ সালের ২১ শে ফ্রেব্রুয়ারী পটভূমিতে রচিত ''কবর'' নাটকের রচয়িতা কে?

22. সততা সর্বোৎকৃষ্ট পন্থা-কোনটির অনুবাদ?

23. Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve their physical fitness, reduce stress, and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care. Therefore, these programs benefit the company as well as the employee. Which of the following, if true, most significantly strengthens the conclusion above?

24. "Choose the answer that is closest in meaning to the following sentence : ""Despite the great difference in size shape and function, all human cells have the same 46 chromosormes."""

25. choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: INFRINGE

26. choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: BROCHURE-

27. choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: EQUIVOCAL-

28. choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question: ILLUSIVE-

29. CARPENTER : SAW

30. FIRE : ASHES

31. STARE : GLANCE

32. Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ......... now even its mass and radius have come into .......

33. Because she had a reputation for.... we were surprised and pleased when she greeted us so .....

34. A ......... statement is an ......... comparison; it does not compare things explicitly, but suggest a likeness between them.

35. If ruby is heated it ........ temporarily loose its colour.

36. All of the people at the AAME conference are -

37. Prices for bicycles can run.....Tk. 2000.00

38. Travellers____their reservation well in advance if they want to visit the St. Martins island.

39. A seventeen year old is not....to vote in an election.

40. Almost everyone fails....on the first try.

41. "Read the paragraph and answer to the question no 41 to 44.
Throughout history, the search, for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome's major highway was called the via salaria, that is the Salt Road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old saying ""worth their salt"" which mean to be valuable derives from the custom of payment during the Empire.
What does the passage mainly discuss?"

42. According to the passage, salt flats were located in—

43. Salarium is a latin word that means—

44. "If a man is ""worth his salt"", he is—"

45. মুক্তিযুদ্ধের যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

46. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

47. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে?

48. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ব শাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছয় দফা দাবী পেশ করেন । ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

49. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ?সকল সময়......... চেষ্টা করা প্রজাতন্তের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য?

50. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স দরকার?

51. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?

52. বর্তমানে কয়টি স্তরে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে?

53. জনাব এফ. আর. খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?

54. ''বাঙ্গালীর ইতিহাস'' বইটির লেখক কে?

55. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে?

56. জাতিসংঘের সিডো (Convention of the Elemination of all forms of Discrimination Against Women)এর Monitoring কমিটির চেয়ারপারসন বাঙালী মহিলা।তিনি কে?

57. খুলনা হার্ডবোর্ড মিলে কাচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?

58. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনির প্রকল্পের কাজ চলছে?

59. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস?

60. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

61. Existentialism কি?

62. """ Adult Cell "" ক্লোন করে, যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে -"

63. """Adult cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?"

64. শাহনামা এর লেখক কে?

65. মেসোপটোমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে?

66. টলেমি কি ছিলেন?

67. নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-

68. স্টিফেন হকিং একজন খুবই বিখ্যাত -

69. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে_

70. ২০০০ সালে অলম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয়?

71. কুয়ালালামপুরে অনুষ্ঠিত আই.সি.সি ট্রফিতে কয়টি দেশ অংশ গ্রহন করে?

72. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

73. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় নিহত হয়েছিল?

74. মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

75. কোন দেশে তালেবান নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল?

76. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষন সময় লাগে?

77. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় ?

78. এই শতাব্দীর সবচেয়ে উজ্জল ধূমকেতু কোনটি?

79. গ্যালিলিও কী?

80. বিদ্যুৎকে সাধারন মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

81. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?

82. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ?

83. ভূ-মধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রনালীর অবস্থান?

84. আকাশে উজ্জলতম নক্ষত্র কোনটি?

85. জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?

86. একটি সংখ্যার ৩ গুনের সাথে দ্বিগুণযোগ করলে ৯০ হয়।সংখ্যাটি কত?

87. পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে,শেষ ৫ টির যোগফল কত?

88. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

89. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুইটি সংখ্যা সহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

90. ৬,৮,১০-এর গানিতিক গড় ৭,৯ এবং কোণ সংখ্যার গানিতিক গড়ের সমান?

91. যদি x+5y=16 এবং x=3y হয় y=?

92. ক ও ‍খ দুইটি সংখ্যা। ক এর 1/2 এবং খ এর 1/3 যোগ করলে 45 হয়।খ 1/2 এর এবং ক এর 2/5 যোগ করলে হয় 50। ক ও খ এর মান কত?

93. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে।দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে।

94. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে।যারা পাশ করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন অংশগ্রহন করেন।কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে?

95. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে।একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে।সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

96. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

97. ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব ৪৫ মাইল।করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাটে ।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার একঘন্টা পর রহিম মানিকগঞ্জ থেকে ঢাকা রওয়ানা হয়েছে।রহিম কত মাইল হাটার পর করিমের সাথে দেখা হবে?

98. ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন একটি দিকের দৈর্ঘ্য কত হবে?

99. একটি বাড়ি ৪০ ফুট উচু।একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে।মইটি কত ফুট লম্বা?

100. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?





Back | Main Page

Short Description: ১৮তম বিসিএস পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ১৯৯৬ সালে গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ ১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে ১৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন বিসিএস এর একজন যোগ্য প্রার্থী হিসেবে। 18th BCS exam was arranged by Bangladesh Public Service Commission in 1996. You can read 18th BCS preliminary questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice 18th BCS Preliminary Questions and prepare yourself as a qualified candidate of BCS.
Tag: 18th bcs preliminary question with 100% right answer or solution, ১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ