Back | Main Page
প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1370


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. ‘আকাবা’ কোন দেশের সমুদ্র বন্দর?

2. ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?

3. সিলেটের পূর্ব নাম-

4. ‘আনন্দ বিহার’ কোথায় অবস্থিত?

5. ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন-

6. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি-

7. কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-

8. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

9. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত করা হয়?

10. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-

11. শ্বসনে নির্গত হয়-

12. সালোকসংশ্লেষণ ঘটে না-

13. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

14. টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?

15. প্রবল জোয়ারের কারণ, এ সময়-

16. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

17. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

18. সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

19. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

20. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

21. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

22. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?

23. a – 1/a = 3 হলে, a2 + 1/a2 = ?

24. x/2 + 3 = x/3 + 4 সমীকরণে x-এর মান কত?

25. একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-

26. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?

27. টাকায় ৫টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে ২৫% লাভ হবে?

28. টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

29. ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ১৮,০০০ টাকা হলে, ১টি ভেড়ার মূল্য কত হবে?

30. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

31. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

32. ২/৩ ÷ ৪/৫ এর ২০/২১ = কত?

33. ১/৩ ÷ ৪/৫ × ৩/৪ = কত?

34. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?

35. a + b = 5 এবং a – b = 3 হলে ab-এর মান কত?

36. 2x2 + x – 15 এর উৎপাদক কোনটি?

37. পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?

38. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

39. একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন?

40. 1 + 2 + 3 + 4 + ....... + 22 = ?

41. What is the opposit of ‘cordial’?

42. কোন বানানটি শুদ্ধ?

43. What kind of noun is ‘cattle’?

44. Which is the noun of the word ‘beautiful’?

45. Correct the following sentence. ‘He talks as if he (to be mad)’

46. Choose the correct answer- ‘I (to lie) on the floor for three hours’

47. ‘Am I wanted by you?’ বাক্যের Active voice হচ্ছে-

48. Who called you a liar? বাক্যের passive voice

49. ‘He asked me where I had gone the previous day.’ বাক্যের direct speech হচ্ছে-

50. He said to his friends, “Let us play now”- বাক্রের indirect speech হচ্ছে-

51. Noun of the word ‘Deny’ is-

52. Adjective of the word ‘People’ is-

53. Which sentence is correct?

54. কোন শব্দটি Comparative degree-এর উদাহরণ নয়?

55. Mother loves me. Here ‘love’ is an example of-

56. What is the meaning of the word ‘status quo’?

57. What is the meaning of the phrase ‘At home with’?

58. Choose the correct spelling:

59. Which one is the correct spelling?

60. What is the antonym of ‘Rigid’?

61. কোনটি শওকত ওসমান রচিত?

62. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-

63. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

64. কোনটি শুদ্ধ বানান?

65. ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?

66. দস্ত-বস্ত কথার অর্থ কি?

67. ‘কূপমন্ডুক’ বাগধারাটি দ্বারা কি বোঝায়?

68. নিচের কোনটি সমার্থক শব্দ নয়?

69. সংশয়-এর বিপরীত শব্দ-

70. পথ শব্দের সমার্থক শব্দ কোনটি?

71. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কি?

72. ‘কলুর বলদ’ কোন সমাস?

73. সোনামুখী’ কোন সমাস?

74. ‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?

75. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

76. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

77. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

78. ‘ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা কে?

79. ‘পদ্মানদীর মাঝি’ কি ধরনের রচনা?

80. ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন-






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Misisipi was arranged by Directorate of Primary Education. You can read Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Misisipi questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Misisipi Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Misisipi question with 100% right answer or solution, প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ মিসিসিপি প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like