Back | Main Page
প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 2105


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. ‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম?

2. বাংলাদেশের প্রথম অস্থায় প্রেসিডেন্ট কে ছিলেন?

3. Who is the modern philosopher who was awarded Novel Prize for literature?

4. লোকসাহিত্য কাকে বলে?

5. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাকে বলে-

6. What type of noun the word ‘Chemistry’ is-

7. আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?

8. ‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

9. Identify singular number:

10. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

11. A reward has been announced for the employees who __ hard.

12. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ নিব কোথা’- এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

13. ‘সব ঝিনুকে মুক্তা মেলে না”-এই বাক্যে ‘ঝিনুকে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

14. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন-

15. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

16. (a – b), (a2 - ab), (a2 - b2) এর ল. সা. গু. নিচের কোনটি?

17. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত-

18. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে-

19. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?

20. ‘সার্বভৌম’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

21. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?

22. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

23. A rolling stone gathers no moss. What ‘rolling’ is?

24. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি-

25. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

26. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেয়া হয়েছে?

27. URL হলো-

28. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি নির্নয় করুন।

29. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত?

30. x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 অপর উৎপাদকটি কত?

31. When I saw the gardener, he __ tree.

32. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?

33. ‘এডামস পিক’ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?

34. Which one is the indefinite pronoun?

35. A person who writes about his own life writes-

36. Which sentences is correct?

37. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘন্টায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হওয়ার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?

38. What is the antonym of ‘famous’?

39. একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে?

40. শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে?

41. The birds and the bees means-

42. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?

43. সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-

44. আগামীকালের তিনদিন পর যে দিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল?

45. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭, ভগ্নাংশটি কত?

46. He was absorbed __ deep thought.

47. The passive form of the sentence “Some children were helping the wounded man”.

48. শুদ্ধ বানান কোনটি?

49. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি?

50. যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি-

51. The boy from the village said, “I __ starve than beg.”

52. The correct spelling is-

53. পরীক্ষায় ‘ক’ এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?

54. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-

55. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

56. শব্দ ও ধাতুর মূলকে বলে-

57. ‘শ্বশ্রূ’ এর অর্থ কী?

58. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-

59. পূর্ববঙ্গ জমিদারি দখলে ও প্রজাস্বত্ব আইন পাস হয়-

60. যদি x + 1/x = 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?

61. ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?

62. “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-

63. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-

64. বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম-

65. I always take an umbrella __ it rains

66. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-

67. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি?

68. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

69. Choose the correct sentence

70. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

71. ‘মন না মতি’ বাগধারাটির অর্থ কি?

72. Choose the correct indirect speech- She asked me, “Are you happy in your new job?”

73. A swimming snake bit him in the leg. Here ‘swimming’ is a-

74. a + 1/a = 3 হলে a2 + 1/a2 = ?

75. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?

76. কোনো স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হলো। ঐ স্থানে কত লোক ছিল?

77. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবী কি ছিল?

78. ‘ব্যাষ্টি’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

79. x3 + 1 এবং x2 এর গ. সা. গু. কত?

80. I know where he lives. The sentence is a -






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2018 pospond 2014 set 7277 was arranged by Directorate of Primary Education. You can read Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2018 pospond 2014 set 7277 questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2018 pospond 2014 set 7277 Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2018 pospond 2014 set 7277 question with 100% right answer or solution, প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৮ স্থগিত ২০১৪ সেট ৭২৭৭ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like