Back | Main Page
প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1575


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে, ঠেলে দিল নীচে ফেলে!- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

2. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গীতি নাট্যটির রচয়িতা কে?

3. কোন বানানটি শুদ্ধ?

4. কোনটি ‘চন্দ্র’ শব্দের প্রতিশব্দ নয়?

5. কোন বানানটি শুদ্ধ?

6. Noun of the word ‘Bless’ is-

7. Abstract noun of the word ‘vacant’ is-

8. ‘God is good __ me’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

9. কোন বাক্যটি শুদ্ধ?

10. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে বলে-

11. a – b = 4, ab = 3 হলে, a3 - b3 = ?

12. কোনো সংখ্যার ১/৩ সংখ্যাটির ১/৫ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

13. ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

14. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

15. বার্ষিক শতকরা কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদ-আসলে ৪০৭ টাকা হবে?

16. নিম্নের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস (AIDS) রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি?

17. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

18. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?

19. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

20. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত-

21. ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?

22. কোন বানানটি শুদ্ধ?

23. কোনটি ‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ নয়?

24. ‘পাপে বিরত হও’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

25. কোনটি শুদ্ধ বানান?

26. Verb of the word ‘Loss’ is-

27. ‘I always confide __ you.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

28. ‘Do not cry __ spilt milk.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

29. কোনটি শুদ্ধ বাক্য?

30. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

31. (3x + 2)(2x – 6) = (4 – 3x)(1 – 2x) – 10 হলে x-এর মান হবে-

32. ৭ জন লোকের গড় ওজন ৩ পাউন্ড কমে যায় যখন ১০ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে। নতুন লোকটির ওজন কত?

33. ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

34. (০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?

35. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে?

36. নিচের কোনটি যকৃতের রোগ?

37. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

38. গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

39. ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন কে?

40. জাপান পার্ল হারবার আক্রমণ করে কখন?






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Primary Assistant Teacher Job Recruitment Examination 2008 Daratana was arranged by Directorate of Primary Education. You can read Primary Assistant Teacher Job Recruitment Examination 2008 Daratana questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Primary Assistant Teacher Job Recruitment Examination 2008 Daratana Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Primary Assistant Teacher Job Recruitment Examination 2008 Daratana question with 100% right answer or solution, প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৮ দড়াটানা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like