Back | Main Page
Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta question with 100% right answer or solution | প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta question with 100% right answer or solution | প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-03-10 00:01:32 Last Updated by Farhana Rahim on2024-03-10 00:01:32

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1519


1. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
2. বৃত্তের একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোনের কত গুণ?
3. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
4. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
5. আব্দুল করিম আব্দর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
6. x + y = 17 এবং xy = 60 হলে (x – y)2 = কত?
7. a + b = 6 এবং ab = 8 হলে (a – b)2 = কত?
8. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
9. এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
10. একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১২% লাভ হবে?
11. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০ ২০% লাভ হবে?
12. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৈৗভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
13. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কিমি। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
14. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
15. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
16. ক, খ ও গ-এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
17. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
18. ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়-
19. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে-
20. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
21. ‘দুষ্টিহীন’ কার ছদ্মনাম?
22. ‘A search for identity’-বইটি কার লেখা?
23. জসীমউদ্‌দীনের নাটক-
24. ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
25. বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
26. ‘মহর্ষি’ কোন সমাস?
27. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
28. ‘পয়জার’-এর সমার্থক শব্দ কোনটি?
29. ‘বামেতর’ শব্দটির অর্থ-
30. ‘মনীষা’ শব্দের বিপরীত অর্থ-
31. ‘নির্মল’-এর বিপরীতার্থক শব্দ কি?
32. ‘গুড়ে বালি’ কথাটির অর্থ কি?
33. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
34. ‘যার বাসস্থান নেই’- বাক্যের এক কথায় প্রকাশ কি?
35. ভুল বানান কোনটি?
36. যা নিন্দার যোগ্য নয়-
37. কোন বানানটি শুদ্ধ?
38. ‘বুলবুলিতে ধান খেয়েছে’-এই বাক্যের ‘বুলবুলিতে’ শব্দে কোন কারক ও কোন বিভক্তি রয়েছে?
39. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
40. ‘মনস্তাপ’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
41. Noun of the word ‘Break’ is-
42. ‘Might’ শব্দটির adjective নিচের কোনটি?
43. ‘Does he speak English well? বাক্যটির সঠিক passive form হচ্ছে-
44. ‘All his pupils like him’. বাক্যটির সঠিক passive form হচ্ছে-
45. Anis said, “I must write a letter”. The indirect narration of this sentence is-
46. “How dare you wake me up?” the lion roared at the mouse. Choose the correct narration:
47. কোন বাক্যটি শুদ্ধ?
48. Choose the correct sentence:
49. ‘By fits and starts’ means-
50. ‘Fag end’ means-
51. The idiom ‘Bring to book’ এর অর্থ-
52. ‘He prides himself ___ his wealth’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
53. The boy wonders __ in the streets’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
54. কোনটি শুদ্ধ বানান?
55. Choose the correct spelling?
56. What is the antonym of ‘Expel’?
57. What is the synonym of ‘Remember’
58. What is the antonym of the word ‘Somber’?
59. What is the meaning of the word ‘Nascent’?
60. How many types of Gender are there?
61. কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
62. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-
63. হর্স পাওয়ার হলো-
64. কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন-
65. পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?
66. টলেমী কে ছিলেন?
67. ‘ইন্টারনেট’ কবে চালু হয়?
68. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
69. আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
70. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
71. বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
72. মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
73. জেনেটিক কোডের আবিষ্কারক কে?
74. পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ-
75. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
76. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
77. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
78. সংকর ধাতু পিতলের উপাদান হলো-
79. কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
80. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Back | Main Page
Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta was arranged by Directorate of Primary Education. You can read Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2014 Beta question with 100% right answer or solution, প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৪ বিটা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
Recent Post
You Also Like