Back | Main Page
Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna question with 100% right answer or solution | প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna question with 100% right answer or solution | প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-03-10 00:01:32 Last Updated by Farhana Rahim on2024-03-10 00:01:32

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1541


1. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
2. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে 2 যােগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
3. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মােট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
4. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
5. প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
6. একটি বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের  উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে ?
7. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে । ৫দিন পর ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
8. ১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
9. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?
10. p + 1/p = 5 হলে p3 + 1/p3 =কত?
11. m2 + 8m + 15 এর উৎপাদক কত?
12. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ -
13. তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে?
14. Noun of the word 'poor is -
15. Verb of the word 'new' is� -
16. কোন বানানটি শুদ্ধ?
17. কোন বানানটি শুদ্ধ?
18. He is beating the thief–এর পরিবর্তিত voice form হচ্ছে-
19. Who opened the door?-এর পরিবর্তিত voice হচ্ছে -
20. "My father said to me, ""We are going there tomorrow."" বাক্যের indirect speech হচ্ছে -"
21. "He said, ""What a pity"" বাক্যের indirect speech হচ্ছে-"
22. """The disgruntled man grumbled - his fate.""বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -"
23. """You are not amenable- reason.""বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -"
24. 'Bag and baggage' idiom এর অর্থ -
25. 'Loaves and fishes' idiom এর অর্থ -
26. কোনটি শুদ্ধ বাক্য?
27. কোনটি শুদ্ধ বাক্য?
28. 'শিব মন্দির’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
29. 'দেবী চৌধুরানী’ উপন্যাসটির রচয়িতা কে?
30. ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে?
31. কোনটি শুদ্ধ বানান?
32. কোনটি শুদ্ধ বানান?
33. 'সে তোমাকে ভয় পায়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
34. ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
35. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
36. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
37. 'কেশ' শব্দের সমার্থক শব্দ নয় -
38. ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ-
39. কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়?
40. 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ -
41. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয়যুক্ত হয় তাকে বলে -
42. 'সিএফসি' কি ক্ষতি করে?
43. নিচের কোন উক্তিটি সঠিক?
44. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন -
45. পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
46. শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
47. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে-
48. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
49. সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে-
50. দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
51. পৃথিবীর সর্বত্র দিবারাত্ৰ সমান হয় -
52. বন্দর 'আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
53. 'ম্যাকমোহন’ লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
54. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
55. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
56. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
57. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয়?
58. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
59. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
60. বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
61. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
62. ‘Abolish' শব্দের Synonym হচ্ছে -
63. ১১, ১৫, ২৩, ৩৯, ............ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
64. (০.০০৫) ২  = কত?  
65. 'কুল কাঠের আগুন’-এর প্রকৃত অৰ্থ কি?
66. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -
67. ‘কম্পিউটার বাগ” হল-
68. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
69. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল-
70. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
71. খন্দকের যুদ্ধ সংঘটিত হয়-
72. ‘এন্টোমোলোজী’ হচ্ছে-
73. ২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় -
74. বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?
75. জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী -  
76. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
77. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
78. সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক?
79. কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?  
80. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?  
Back | Main Page
Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna was arranged by Directorate of Primary Education. You can read Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Meghna question with 100% right answer or solution, প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ মেঘনা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
Recent Post
You Also Like