Back | Main Page
Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly question with 100% right answer or solution | প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly question with 100% right answer or solution | প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-03-10 00:01:32 Last Updated by Farhana Rahim on2024-03-10 00:01:32

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1412


1. ভাটিয়ালি কোন অঞ্চলের গান?
2. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
3. একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দুরত্ব কত হবে?
4. কোন বানানটি শুদ্ধ?
5. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা 'বীর প্রতীক’ উপাধি পান?
6. 'ছয়-দফা' দাবি প্রথম উত্থাপন করা হয় কোথায়?
7. ‘Loaves and fishes' phrase টির অর্থ হল-
8. ‘By fair means or foul” phrase টির অর্থ হল-
9. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-
10. ত্রিভুজের যে-কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-
11. কোনটি শুদ্ধ বানান?
12. কোনটি শুদ্ধ বানান?
13. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
14. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেল্টরে ভাগ করা হয়?
15. Break এর সমার্থক শব্দ কোনটি?
16. ‘Calm’ এর সমার্থক শব্দ কোনটি?
17. কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
18. ‘অহরহ’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
19. .  ‘উচ্ছাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
20. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
21. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
22. ce. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
23. He despaired_____ success.  বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
24. ২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?
25. এক ভাই ও বোন তাদের সংগৃহিত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫:৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩:১:১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাকটিকেট পাৰে?
26. ‘প্রাচীন’ এর বিপরীতাৰ্থক শব্দ কি?
27. ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
28. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
29. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
30. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
31. (0.2 × 0.02 × 0.002)/(0.1 × 0.04) এর মান কত?
32. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
33. ‘সঙ্কুচিত’ এর বিপরীতাৰ্থক শব্দ কি?
34. ‘জঙ্গম’ এর বিপরীতাৰ্থক শব্দ কি?
35. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
36. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
37. ‘Rafiq called me a liar’ বাক্যটির  direct speech হবে-
38. I said to him, “Will you follow me?” বাক্যটির indirect speech হবে-
39. ২, ৬, ১২, ২০ .......... ধারাটির নবম পদ হবে-
40. ২, ৫, ১১, ২০, ....... ধারাটির নবম পদ হবে-
41. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
42. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
43. যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-
44. কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
45.  ‘He is thought to be a teacher' বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
46. ‘I know that he did the work.’ বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
47. একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ৭৫ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?
48. একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?
49. ‘কানাকানি’ কোন সমাস?
50. ‘মহর্ষি’ কোন সমাস?
51. কোন বানানটি শুদ্ধ?
52. কোন বানানটি শুদ্ধ?
53. x সংখ্যক ছেলের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?
54. একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
55. ‘কালির দাগ দাও’ -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
56. ‘গাড়ী স্টেশন ছাড়ল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
57. শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ-
58. কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
59. কোনটি শুদ্ধ বানান?
60. কোনটি শুদ্ধ বানান?
61. যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?
62. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?
63. ‘রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
64. ‘ওরা কদম আলী' নাটকটি কেলিখেছেন?
65. কচু শাকে কোনটি বেশি থাকে?
66. ২০০৯ সালে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে উসাইন বোল্ট কত সময়ে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন?
67. Mr. Kabir is on the committee,” এখানে “on” শব্দটি-
68. ‘Wisdom is better than strength.” এখানে strength' শব্দটি-
69. 2x2 - x – 3 এর উৎপাদক-
70. a- (1/a) = 3 হলে, a3 -(1/a3 ) = কত?
71. ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
72. ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
73. কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
74. কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে
75. "The elephant has great strength. এখানে ""elephant’ হচ্ছে-"
76. Farida is a good girl. এখানে ‘girl’ কোন প্রকারের-
77. মা থেকে মেয়ে ১৮ বছরের ছোট। ৬ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৪ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?
78. 15 - 5x = 24 - 8x কে সমাধান করলে এর মান হবে-
79. মেঘনা নদী দেবো পাড়ি কল-আলা এক গায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গায়ে। -উপরিউক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
80. কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা-এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
Back | Main Page
Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly was arranged by Directorate of Primary Education. You can read Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly Questions and prepare yourself as a qualified candidate of Primary Head teacher job
Tag: Primary Head Teacher Job Recruitment Examination 2009 Shiuly question with 100% right answer or solution, প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ শিউলী প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
Recent Post
You Also Like