আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01
সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 01
1. ...U + Consonant + Vowel এভাবে word গঠিত হলে, u এর উচ্চারণ “ইউ” এর মত হয় ।
যেমনঃ Tube (টিউব)- নল,
Mute (মিউট)- নির্বাক,
University (ইউনিভার্সিটি)- বিশ্ববিদ্যালয়,
Molecule (মলিকিউল)- অণু ।
2. কিন্তু U-এর আগে Consonant + R/L থাকলে ঐ U-এর উচ্চারণ সচরাচর দীর্ঘ ‘‘ঊ’’ এর অনুরূপ হয়। যেমন-
Fluent (ফ্লুয়েন্ট)- স্বচ্ছন্দ গতিবিশিষ্ট
Flute (ফ্লুট)- বাঁশি
Flue (ফ্লু)- ইনফ্লুয়েঞ্জা
Fluid (ফ্লুইড)- তরল
Brute (ব্রুট)- নির্দয়, পাষন্ড
3. U + E-এর আগে Consonant + R বা L না থাকলে, U এর উচ্চারণ হয় ‘‘ইউ’’ এর মতো। যেমন-
Clue (ক্লু)- সূত্র
Hue (হিউ)- রং
Glue (গ্লু)- আঠা
Sue (স্যু)- আদালতে অভিযুক্ত করা
4. কিন্তু U এর আগে R বা L এককভাবে থাকলে তার আগে E বা Consonant + E / L থাকা সত্ত্বেও তার উচ্চারণ হয় ‘‘ঊ’’(ূ )। যেমন-
Nude (নিউড)- নগ্ন, অনাবৃত, ন্যাংটা
Humid (হিউমিড)- আর্দ্র, সিক্ত, ভেজা, স্যাঁতসেঁতে
Rue (রূ)- দুঃখ
Rule (রূল)- নিয়ম
Lucid (লূসিড)- উজ্জ্বল
Luminous (লূমিনাস)- দীপ্তিমান, উজ্জ্বল
Mule (মিউল)- খচ্চর
Rude (রূড)- অভদ্র, রূঢ়, অসভ্য, অশিষ্ট
তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।
»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।
»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।