আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 03

9. UI + Consonant + I কিংবা Consonant + L / R + UI –এভাবে word গঠিত হলে, UI – এর উচ্চারণ হয় ‘‘ইউই’’বা ‘‘উই’’। যেমন-
Perpetuity (পারপিচিউইটি)- চিরস্থায়ীত্ব
Ingenuity (ইনজিনিউইটি)- অকপটতা
Inquisitive (ইনক্যুইজিটিভ)- অনুসন্ধিৎসু
Fluid (ফ্লুইড)- তরল পদার্থ
Intuition (ইনটিউইশন)- স্বতঃস্ফুর্ত জ্ঞান বা অনুভূতি)

10. UI + Consonant +  A / E / O এভাবে word গঠিত হলে সচরাচর UI- এর উচ্চারণ হয় ইংরেজি ‘‘আই’’ এর মত। যেমন-
Guide (গাইড)- পরিচালক, পথ-প্রদর্শক
Guile (গাইল)- ছলনা, প্রবঞ্চনা
Guise (গাইজ)- ছদ্মবেশ

11. চার সংখ্যা বিশিষ্ট word- Consonant + I + E –এভাবে I ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় ‘‘আই’’। যেমন-
Mice (মাইস)- ইঁদুর
Vice (ভাইস)- পাপ, দোষ, অপরাধ
Rice (রাইস)- চাউল, ভাত
Nice (নাইস)- সুন্দর, রুচিকর
Vile (ভাইল)- নীচ, দুষ্টু

12. Word এর প্রথমে I এর পর যদি Consonant + O / U / I / E থাকে , তাহলে তার উচ্চারণ সচরাচর ‘‘আই’’ হয়। যেমন-
Isometric (আইসোমেট্রিক)- সমপরিমাপ বিশিষ্ট
Ibis (আইবিস)- সারস জাতীয় পাখি
Iceberg (আইসবার্গ)- হিমশৈল
Ice (আইস)- বরফ
Idea (আইডিয়া)- ভাব, ধারণা
Icon (আইকন)- প্রতিমূর্তি
Identify (আইডেনটিফাই)- সনাক্তকরা
Ideal (আইডিয়াল)- আদর্শ
Idle (আইডল)- অলস, কুড়ে, ঢিলে
Identity (আইডেনটিটি)- পরিচিতি, পরিচয়
Idolator (আইডল্যাট্যার)- প্রতিমাপূজক, মূর্তিপূজাকারী
Idol (আইডল)- দেবমূর্তি, প্রতিমা
Isolate (আইসোলেইট)- পৃথক স্থানে রাখা
Ibex (আইবেক্স)- বন্য ছাগল

তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।

»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।

»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।

»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।

»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।