আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 13


সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 13

47.  শব্দের শেষে MN- এর পর কোনো vowel না থাকলে অথবা M N পরপর অবস্থান করলে, N উচ্চারিত হয় না। যেমন-
Solemn (সলেম)- গুরু গম্ভীর, বাস্তবায়ন করা
Hymn (হিম)- স্তবগান, স্তোত্র, গুণকীর্তন, প্রশান্তিমূলক গান
Condemn (কনডেম)- দোষারোপ করা, অবমাননা করা
Column (কলাম)- থাম, স্তম্ভ
Contemn (কনটেম)- অবজ্ঞা, ঘৃণা করা
Damn (ড্যাম)- অভিশাপ দেয়া

48. ইংরেজি শব্দান্তে TCH- এর উচ্চারণ ‘‘’’ হয়। যেমন-
Batch (ব্যাচ)- ক্ষুদ্র দল
Bitch (বিচ)- কুমারী
Cluth (ক্লাচ)- দৃঢ়রূপে ধরা
Catch (ক্যাচ)- ধরা
Stretch (স্ট্রেচ)- প্রসারিত করা
Stitch (স্টিচ)- সেলাই করা
Hatch (হ্যাচ)- তা দেয়া, বাচ্চা ফোটানো
Match (ম্যাচ)- সমকক্ষ, বিবাহ, ক্রীড়া প্রতিযোগিতা

49.  শব্দস্থিত “igh”- এর উচ্চারণ ‘‘আই “augh” এবং “ough”- এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই ‘‘বা ‘‘ অধিকন্তু, “eigh”- এর উচ্চারণ এই”, কিন্তু height- এর উচ্চারণ ব্যতিক্রম । যেমন-
Dight (ডাইট)- সাজানো
Deign (ডেইন)- প্রসন্ন হওয়া ['eign' এর উচ্চারণ "এইন"]
Reign (রেইন)- রাজত্ব, শাসন
Benign (বিনাইন)- সদয়
Feign (ফেইন)- উদ্ভাবন করা

50.  “gn” word- এর শেষে থাকলে "g" উহ্য থাকে। কিন্তু “gn”-এর পরে vowel থাকলে g উচ্চারিত হয়। যেমন-
Resign (রিজাইন)- পদত্যাগ করা, ইস্তফা দেয়া
Resignation (রেজিগনেশন)- পদত্যাগ
Design (ডিজাইন)- আঁকা, অঙ্কন করা
Designation (ডেজিগনেশন)- নাম, উপাধি
Benignant (বিনীগন্যান্ট)- সদয়, প্রসন্ন

তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।

»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।

»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।

»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।

»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।