আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14
সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 14
51. Consonant- এর পর “BT”- এর উচ্চারণ “ট্”, B উহ্য থাকে। যেমন-
Doubt (ডাউট)- সন্দেহ করা
Debt (ডেট)- ঋণ
Indebted (ইনডেট্যাড)- ঋণ
52. “PT” যদি word এর প্রথমে থাকে, তাহলে তার উচ্চারণ হয় “ট্”, P উহ্য থাকে। যেমন-
Pterodactyl (টেরোড্যাকটিল)- প্রাচীনকালের সরীসৃপ বিশেষ যা উড়তে পারত
Ptomaine (টোমেইন)- ক্ষারধর্মী পদার্থ বিশেষ
Ptosis (টোসিস)- চোখের পাতা ঝুলে পড়া
Ptyalin (ট্যায়ালিন)- এক প্রকারের এনজাইম
কিন্তু optical (অপটিক্যাল)- আলোক সম্বন্ধীয়
53. কিন্তু LK এর আগে E বা U থাকলে L এর উচ্চারণ হবে । যেমন-
Bulky (বালকি)- বিশাল, ভারী
Bulk (বাল্ক)- ভারী বোঝা, আয়তন
Elk (এল্ক)- হরিণ বিশেষ
Hulk (হাল্ক)- বেসামাল জাহাজ, স্থুলতাবশত স্বচ্ছন্দে নড়াচড়া করতে অক্ষম লোক
Skulk (স্কাল্ক)- কাজ এড়ানো, বিপদের সময় অলক্ষ্যে সরে পড়া
Whelk (ওয়েল্ক)- পেঁচালো খোলসযুক্ত শামুক
54. Vowel- এর পর “DJ” এর উচ্চারণ “জ” । D- এর জন্য “ড” উচ্চারণ আসবে না। যেমন-
Adjust (অ্যাজাস্ট)- সুবিন্যস্ত করা, ঠিক করা
Adjunct (অ্যাজাংকট)- সংযুক্ত বস্তু, বিবর্ধক শব্দ
Adjudge (অ্যাজাজ)- মীমাংসা করা, শাস্তি দেয়া
Adjacent (অ্যাজেসেন্ট)- নিকটবর্তী, সন্নিহিত, আসন্ন, কাছাকাছি
Adjudicate (অ্যাজুডিকেইট)- বিচারপূর্বক রায় দেয়া
Adjoin (অ্যাজয়ন)- সংযুক্ত করা
Adjourn (অ্যাজারন)- মূলতবী রাখা বা স্থগিত রাখা
Adjure (অ্যাজুয়ার)- দিব্যি, কছম বা কিরা দেয়া, সনির্বন্ধ অনুরোধ করা
Adjective (অ্যাজেকটিভ)- বিশেষণ পদ
Badge (ব্যাজ)- প্রতীক, চাপরাস, তকমা
তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।
»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।
»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।