আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 20
সঠিক উচ্চারণ বিধি (Pronunciation Rule) 20
64. কোন শব্দে CC + O/U + Consonant থাকরে "CC"- এর উচ্চারণ “ক্” হয়। ফলে, নিচের সবগুলো word এ CC = “ক্”। যেমন-
Accuse (অ্যাকিউজ)- অভিযুক্ত করা
Accord (অ্যাকরড)- মিল হওয়া, রক্ষা করা, অনুমতি দেওয়া
Accost (অ্যাকস্ট)- প্রথমে সম্ভাষণ করা
Accordion (অ্যাকরডিয়ন)- বাদ্য যন্ত্রবিশেষ
Account (অ্যাকাউন্ট)- হিসাব করা, বিবেচনা করা
Accountant (অ্যাকাউনটেন্ট)- হিসাব রক্ষক
Accredit (অ্যাক্রেডিট)- বিশ্বাস স্থাপন করা
Accrescence (অ্যাক্রিসেন্স)- ক্রমিক বৃদ্ধি
Accumulation (অ্যাকিউমিউলেশন)- জড়ো করা, সংগ্রহ
Accurate (অ্যাকিউরেট)- সঠিক, যথার্থ
Accursed (অ্যাকারসড)- অভিশপ্ত
Accustom (অ্যাকাসটম)- অভ্যস্ত করা
65. সাধারণত X-দিয়ে কোনো word শুরু হলে, সেক্ষেত্রে, x- এর উচ্চারণ বাংলা “জ্” এর মত হয়। যেমন-
Xerox (জেরক্স)- ফটোকপি
Xenon (জেনন)- জেনন গ্যাস
Xebec (জীবেক)- তিন মাস্তুলের ছোট জাহাজ
Xylem (জাইলেম)- কাষ্ঠতন্তু
Xenophobia (জেনোফোবিয়া)- বিদেশীদের সম্পর্কে অহেতুক ভয়
Xylograph (জাইলোগ্রাফ)- কাঠের উপর খোঁদাই
Xanthippe (জ্যানটিপি)- কলহ প্রিয় স্ত্রী, মুখরা রমনী
Xylophone (জাইলোফোন)- বাদ্যযন্ত্র বিশেষ
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।
»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।
»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।