আপনি এখন আছেন-
Home >>>Spelling Zero to Hero >>> কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 02
কিছু প্রাথমিক উচ্চারণ বিধি 02
4. Aon এর উচ্চারণ ‘া / ও’ এর মত হবে ।
যেমনঃ Sonargaon (সোনারগাঁ),
Chandgaon (চাঁদগাও),
Naogaon (নওগাঁ) ।
5. Bt পাশাপাশি হলে ‘b’ এর উচ্চারণ লোপ পায় ।
যেমনঃ Debt (ডেট)- ঋন হওয়া/ থাকা,
Subtle (সাটল)- সুক্ষ,
Subtly (সাটলী)- সুক্ষভাবে,
Doubt (ডাউট)- সন্দেহ করা ।
6. Ch পাশাপাশি হলে চ, ক এর মত উচ্চারিত হয় ।
যেমনঃ Bench (বেঞ্চ)
Stomach (স্টমাক)- পাকস্থলি ।
7. Cz পাশাপাশি হলে ‘C’ এর উচ্চারণ লোপ পায় ।
যেমনঃ Czar (জার)- রাশিয়ার সম্রাট ।
8. C এর পর a /o /u / r থাকলে C এর উচ্চারণ হবে ‘ক’ এর মত ।
যেমনঃ Cream (ক্রীম)
Come (কাম)
Cut (কাট) ইত্যাদি ।
9. C এরপর i/ e/ l/ y থাকলে C এর উচ্চারণ হবে ‘স’ এর মত ।
যেমনঃ Circle (সার্কেল),
Celebration (সেলেব্রেইশান),
Cynical (সাইনিকল) ।
10. Dg/dj এর উচ্চারণ ‘জ’ অর্থাৎ Dg/dj পাশাপাশি থাকলে d এর উচ্চারণ লোপ পায় ।
যেমনঃ Bridge (ব্রীজ)- সেতু,
Judge (জাজ)- বিচারক,
Adjective (অ্যাজেকটিভ)- বিশেষণ ।
11. Dm/ tm পাশাপাশি হলে m এর উচ্চারণ লোপ পায় এবং dm এর উচ্চারণ হয় ‘দ্ম’ ও tm এর উচ্চারণ হয় ‘ত্ম’ এর মত ।
যেমনঃ Padma (পদ্মা),
Mahatma (মহাত্মা) ।
12. D+ u এর উচ্চারণ হবে ‘জু /ডিউ /ডা /ডু’ হবে ।
যেমনঃ Duck (ডাক)- হাঁস,
Duty (ডিউটি)- কর্তব্য,
Adjutant (অ্যাজুটান্ট)- নির্বাহী কর্মকর্তা ।
তথ্যসূত্র: ইন্টারনেটের বিভিন্ন উৎস হতে সংগৃহীত।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো MCQ Test হিসেবে পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন ।
»»»» এই পেজ এ পঠিত বিষয় গুলো PDF File হিসেবে পেতে এখানে ক্লিক করুন ।
»»»» পরীক্ষা সম্পর্কে আরও নতুন তথ্য পেতে Like us on Facebook Share করে অন্যকে জানার সুযোগ দিন।
»»»» Free চাকুরীর বই এর Link পেতে এবং আপনার যে কোন প্রশ্নের উত্তর পেতে আমাদের Facebook Group এ যোগদান করুন ।