Main Page Latest Job Circular সাম্প্রতিক তথ্য
Back | Main Page
খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2025-06-04 23:59:59 Last Updated by Farhana Rahim on 2025-06-04 23:59:59

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1117


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

2. নিচের কোনটি 'পর্বত' এর সমার্থক শব্দ নয়?

3. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?

4. শুদ্ধ বানান কোনটি?

5. বাংলা সাহিত্যের চলিত রীতির প্রচলেন অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

6. 'কাননে কুসুমকলি সকলি ফুটিল'- বাক্যে 'কুসুমকুলি' কোন কারকে কোন বিভক্তি?

7. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয়-

8. 'চর্যাপদ' কোন ছন্দে লেখা?

9. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

10. কোনটি খাঁটি বাংলা শব্দ?

11. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ?

12. Dialect এর পরিভাষা কোনটি?

13. 'প্রাতরাশ' এর সন্ধি কী?

14. 'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

15. 'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?

16. 'আমার ঘরের চাবি পরের হাতে' গানটির রচয়িতা কে?

17. কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয়?

18. নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?

19. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

20. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

21. 'মর্সিয়া' শব্দের অর্থ কী?

22. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?

23. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?

24. 'যে নারী প্রিয় কথা বলে'- এক কথায় প্রকাশ করুন।

25. ছড়া কোন ছন্দে রচিত হয়?

26. 'হাঁড়ি হাঁড়ি সন্দেশ'- এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

27. 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

28. ‘ছোটটি কোথায়?’- বাক্যে ছোট শব্দের শেষে ‘টি’ এর ব্যাকরণিক পরিচয় কী?

29. হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়?

30. 'শোনো একটি মুজিবুরের কন্ঠস্বরের ধ্বনি'- গানটির রচয়িতা কে

31. 'মুজিব-লেলিন-ইন্দিরা' কাব্যগ্রন্থের লেখক কে?

32. ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

33. বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্য পদ লাভ করেন কত তারিখে?

34. In data communication, which device converts digital data to analogue signal?

35. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল?

36. ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?

37. Which of the following memory is non-volatile?

38. 'ঢাকা গেট' নির্মাণ করেন কে?

39. পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি?

40. কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে?

41. বিট কয়েন কী?

42. নাগার্নো-কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?

43. কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে?

44. জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়?

45. রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?

46. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন?

47. VIRUS এর পূর্ণরূপ কী?

48. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

49. বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরায়ণের সাল কোনটি?

50. নিচের কোনটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর ছিল?

51. Choose the correct affirmative-

52. Sujan had been .... the run ever since the stain councilor's brother filed the case.

53. Identify the correct sentence-

54. How many affixes are there in the word 'atheist'?

55. When you think someone 'introspective' you think she/he is-

56. Choose the pair that best corresponds to Sketch: Artist.

57. Fill in the blank. He had his hair ......

58. Who wrote the novel 'Great Expectations'?

59. A group of lines placed together to create poem is called a-

60. Which of the following is correct?

61. The saying ""enough is enough"" is used when you want-

62. Identify the correct sentence-

63. Select the correct passive form of- “We insist on punctuality in this office.”

64. What is the plural of 'stimulus'?

65. He said, ""Would that I were rich"" The correct indirect form is-

66. Which is the correct spelling?

67. Did you have any difficulty........ a visa

68. Antonym of 'dogma' is.....

69. ....... AIDS virus infection is incurable.

70. Identity the part of speech 'seldom'

71. Find the correct spelling-

72. Who wrote ""The Excursion""?

73. What is the meaning of the idiom ""The salt of the Earth""?

74. What is the correct antonym of 'Honorary'?

75. Study of religion is called-

76. 'Renaissance' means-

77. The synonym of 'cryptic'-

78. Identity is the correct noun?

79. 'Green eye' means-

80. A question mark in parentheses an be used to-

81. a + b = 7 এবং a2 + b2 = 25 হলে 5ab এর মান কত হবে?

82. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

83. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত?

84. ১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত?

85. দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭ সে.মি.। একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে.মি. হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.?

86. a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যাবে?

87. ২.৫ কোন সংখ্যার ০.৫%?

88. দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে. মি. ও ৬২.৮৩২ সে.মি. হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত?

89. শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

90. X-3 - 0.001 = 0 হলে X2 এর মান কত?

91. ১০ জন বালক ও ৮ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে দেওয়া যায়?

92. রহিম ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার ১টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনল?

93. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?

94. কোন সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে. মি. ও ৮ সে. মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে?

95. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

96. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?

97. একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

98. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?

99. একটি সমান্তরাল ধারায় ১২তম পদ ৭৭ হলে, তার প্রথম ২৩ পদের সমষ্টি কত?

100. (x-5)(x+a) = 0 হলে x এর মান কত?






Back | Main Page

Short Description: খাদ্য অধিদপ্তর এই পরীক্ষা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Food Job Recruitment Examination was arranged by Directorate General of Food. You can read খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. Without wasting time practice খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ Questions and prepare yourself as a qualified candidate of Food Job.
Tag: খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ২০২১ প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like