Back | Main Page
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1192


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

2. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

3. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

4. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?

5. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?

6. বাংলাদেশে VAT চালু হয় কত সালে?

7. ভাষা শহীদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্ষটির ভাস্কর কে?

8. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?

9. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা?

10. প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?

11. বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

12. NATO কবে গঠিত হয়েছিল?

13. পাটের জিনোম কে আবিষ্কার করেন?

14. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয কত সালে?

15. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- কোন আন্দোলনের স্লোগান?

16. SDG এর পূর্ণরূপ হলো-

17. আলুর একটি জাতের নাম-

18. পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?

19. বেক্সিট কার্যকর হয় কত তারিখে?

20. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

21. ২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-

22. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

23. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?

24. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

25. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

26. দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

27. 51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

28. রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

29. △ABC এর ∠A = x, ∠B = 2x এবং ∠C = 3x হলে, ত্রিভুজটি কী ত্রিভুজ?

30. কোনো খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে, ঐ একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

31. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

32. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

33. নিচের কোন শর্তে logaa = 1 হবে?

34. x2 + 5x + 6 এবং x2 + 3x + 2 এর গ.সা.গু 12 হলে, x এর মান-

35. 1/2x2 - 3x + 4 এর উৎপাদক কোনটি?

36. (x2 + 1)2 = 5x2 হলে x – 1/x এর মান কোনটি?

37. a/b + b/a = 1 হলে, a3 + b3 এর মান কত?

38. (√5)x + 1 = (∛5)2x – 1 হলে, x এর মান কত?

39. logx 1/16 = -2 হলে, x এর মান কত?

40. একজন ঘড়ি বিক্রেতা ১২০০ টাকা দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার ৩৫/২% লাভ হবে?

41. হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

42. ১.৫ এবং ১৩.৫ এর সমানুপাতটি কত?

43. e2lnx = y হলে, y এর মান কত?

44. ৬% হারে নয় মাসে ১০০০০ টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

45. ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

46. যদি (a/b)x – 3 = (b/a)x – 5 হয় তবে x এর মান কত?

47. x2 - 2x – 1 = 0 হলে, x + 1/x = ?

48. কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

49. x2 - 4x + k = 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?

50. ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

51. যারে দেখতে নারি তার চলন বাঁকা

52. তুমি কি জানো সে কোথায় থাকে?

53. আজ বৃষ্টি হতে পারে?

54. What is the antonym of ‘transparent’?

55. The synonym of ‘Prestige’ is-

56. What is the antonym of ‘antagonistic’?

57. What is the adjective of ‘laud’?

58. What is the verb form of ‘Popularity’?

59. Noun form of ‘blind’ is-

60. I will not go out if it-

61. One of the boys __ absent yesterday

62. She talked as though she __ the CEO of that company.

63. You had better (to go) there.

64. I saw him (go) there

65. Time flies very fast. (Exclamatory)

66. Everybody accepts this. (Interrogative)

67. We will explain why we want to do it. (Passive)

68. We work hard to earn money. (Compound)

69. What is the meaning of the phrase ‘a man of letters’?

70. ‘Do away with’ means-

71. It is high time you __ a business.

72. Navid told Sumon that he (go) to Khulna the next day

73. ‘Bolt from the blue’ means-

74. Adjective form of ‘ambition’ is-

75. He is a liar, __?

76. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

77. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-

78. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?

79. নিচের কোনটি তৎসম শব্দ?

80. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’-কোন ধরনের বাক্য?

81. কোন বানানটি শুদ্ধ?

82. চলিতরীতির প্রবর্তক কে?

83. ‘পার হইয়া’-এর চলিতরূপ কোনটি?

84. Early rising is beneficial to health- এর সঠিক অনুবাদ কোনটি?

85. Ad-hoc এর অর্থ কী?

86. সন্ধির প্রধান সুবিধা কী?

87. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

88. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

89. ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

90. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

91. সমাস শব্দের অর্থ কী?

92. ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

93. ‘গদাই লস্করি চাল’ বাগধারাটির অর্থ কী?

94. ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?

95. ‘অহঙ্কার পতনের মূল’ বাক্যে ‘অহঙ্কার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

96. নিচের কোন বানানটি শুদ্ধ?

97. ‘পরভৃত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

98. ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

99. ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-

100. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?






Back | Main Page

Short Description: বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন নিবন্ধন পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। 17th NTRCA School-2 Level Preliminary was arranged by Non-Goverment Teacher Registration and Certigication Authority. You can read 17th NTRCA School-2 Level Preliminary questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice 17th NTRCA School-2 Level Preliminary Questions and prepare yourself as a qualified candidate of NTRCA Teacher
Tag: 17th NTRCA School-2 Level Preliminary question with 100% right answer or solution, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল-২ পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ