Back | Main Page
প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1566


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. “এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে”। পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

2. ‘জাহান্নাম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি-

3. মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি -

4. কোন বানানটি শুদ্ধ?

5. কোনটি শুদ্ধ বানান?

6. ‘ টাকায় টাকা হয়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

7. ‘ আজকে নগদ কালকে ধার’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

8. ‘খাসমহল’ (খাস যে মহল) কোন সমাস?

9. ‘তেপান্তর’ (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?

10. ‘যা দীপ্তি পাচ্ছে’ – এক কথায় কী হবে?

11. ‘যে বস্তি থেকে উৎখাত হয়েছে’- এক কথায় কী হবে?

12. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

13. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

14. ‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

15. ‘নির্মম’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

16. কোন বানানটি শুদ্ধ?

17. কোন বানানটি শুদ্ধ?

18. He has no control __ himself বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে-

19. He is callous __ his studies বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে-

20. কোন বাক্যটি শুদ্ধ?

21. কোন বাক্যটি শুদ্ধ?

22. কোনটি ‘sober’ শব্দের সমার্থক শব্দ?

23. ‘Opinion’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

24. ‘You should keep your promise’. বাক্যটির Passive form হবে -

25. Am I wanted by you? বাক্যটির Active form হবে-

26. কোনটি Collective noun?

27. ‘Slave’ শব্দটির Abstract Noun হবে-

28. Anwar said, “I have done the sum”. বাক্যটির indirect speech হবে-

29. He asked me where I had gone the previous day- বাক্যটির direct speech হবে-

30. ‘At home’ এর অর্থ-

31. দুইটি রাশির অনুপাত ৪:৭ । পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?

32. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয় । সংখ্যা দুইটি কি কি?

33. পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর । পিতার বর্তমান বয়স কত?

34. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি ও ৫ কিমি । নদীপথে ৩০ কিমি যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে-

35. কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে । ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?

36. কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?

37. একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয় । কলমটির ক্রয়মূল্য কত?

38. একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্ন ছিল । আসাদ ৬০ টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে । সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

39. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?

40. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

41. (০.০১)- এর মান কোন ভগ্নাংশটির সমান?

42. যদি (x-5)(a+x) = x2 - 25 হয়, তবে a- এর মান কত?

43. 9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

44. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

45. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-

46. ‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?

47. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

48. সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?

49. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

50. ‘আনন্দবিহার’ কোথায় অবস্থিত?

51. লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?

52. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-

53. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?

54. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

55. নিচের কোনটি যকৃতের রোগ?

56. রক্তশূন্যতা বলতে বুঝায়-

57. সিস্টোলিক চাপ বলতে বুঝায়-

58. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

59. নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?

60. তেল বা চর্বি হচ্ছে এক ধরনের-

61. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

62. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?

63. কোনটি সপুষ্পক উদ্ভিদ?

64. বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?

65. ২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?

66. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

67. গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

68. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

69. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

70. হোয়াইট হাউজ যে শহরে অবস্থিত-

71. পানি বরফে পরিণত হলে কি ঘটবে?

72. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

73. কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?

74. নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?

75. কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?

76. বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?

77. ‘পাবলো পিকাসো’ কে ছিলেন?

78. আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

79. উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায়-

80. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Sitolokkha was arranged by Directorate of Primary Education. You can read Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Sitolokkha questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Sitolokkha Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2013 Sitolokkha question with 100% right answer or solution, প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১৩ শীতলক্ষা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like