Back | Main Page
প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ

প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1477


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

2. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

3. ‘Bitter’ শব্দটির Verb হচ্ছে-

4. ‘Please’ শব্দটির Noun হচ্ছে-

5. ‘Numbering’ শব্দটির Verb হচ্ছে-

6. ‘Sea’ শব্দটির Adjective হচ্ছে-

7. x + 1/x = 3 হলে x4 + (1/x)4 = কত?

8. x3 - y3 = 513 এবং x – y = 3 হলে xy-এর মান কত?

9. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

10. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

11. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?

12. কোনটি শুদ্ধ বানান?

13. কোনটি শুদ্ধ বানান?

14. সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে উহার বাহুর সংখ্যা কত?

15. ২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল। কতজন লোক চলে গিয়েছিল?

16. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?

17. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান। লাভের হার কত?

18. ‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?

19. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

20. কোনটি শুদ্ধ বানান?

21. প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের লোকসংখ্যা কত ছিল?

22. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

23. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো-

24. কোনটি শুদ্ধ বানান?

25. সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো-

26. সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-

27. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে-

28. কোনটি শুদ্ধ বানান?

29. কোনটি শুদ্ধ বানান?

30. বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন-

31. ‘Who gave you this pen?’ বাক্যের Passive form হচ্ছে-

32. ‘Everything hinges __ what happens next’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

33. ‘Hurry up! we have to go __ five minutes’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

34. ২০২২ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে- (মূল প্রশ্ন ২০০৪ সাল)

35. কোনটি শুদ্ধ বানান?

36. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

37. ‘এই বনে বাঘের ভয় নাই’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

38. ‘আমি বই পড়ি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

39. ‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

40. ‘কিরণ’-এর বিপরীতার্থক শব্দ-

41. ‘উগ্র’-এর বিপরীতার্থক শব্দ-

42. ‘উন্নয়ন’-এর সন্ধি বিচ্ছেদ-

43. কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

44. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

45. ৩ × ০.৩ ÷ ২ = কত?

46. ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

47. ‘I have to do it’ বাক্যের Passive form হচ্ছে-

48. The mother said to her son, “May you pass the examination.” বাক্যের indirect speech হচ্ছে-

49. কোন বাক্যটি শুদ্ধ?

50. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে-

51. ‘Black sheep’-এর অর্থ হচ্ছে-

52. ‘Calm’-এর Synonym হচ্ছে-

53. You said to me, “You do not do your duty.” বাক্যটির indirect speech হচ্ছে-

54. ‘যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরনের বাক্য?

55. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল-

56. কোনটি শুদ্ধ বাক্য

57. ‘Dead letter’-এর অর্থ হচ্ছে-

58. ‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

59. ‘বাতাস’-এর সমার্থক শব্দ নয়-

60. ‘তিমির’-এর বিপরীতার্থক শব্দ-

61. ‘সংগীত’-এর সন্ধি বিচ্ছেদ-

62. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?

63. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?

64. একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা। ঘড়ির মূল্য ১০% ও চেইনের মূল্য ৫% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ঘড়ির মূল্য কত?

65. এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড়-

66. ১/৩ ÷ ৪/৫ × ৩/৪ = কত?

67. ৩, ৭, ১৫, ৩১, ৬৩, .... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

68. চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-

69. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?

70. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-

71. মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?

72. আলট্রাসোনিক তরঙ্গ কি?

73. আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?

74. ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়-

75. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য

76. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

77. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

78. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?

79. m + n = 12 এবং m – n = 2 হলে mn এর মান কত?

80. p + q + r = 0 হলে, p3 + q3 + r3-এর মান কত?






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Primary Head Teacher Job Recruitment Examination 2009 Golap was arranged by Directorate of Primary Education. You can read Primary Head Teacher Job Recruitment Examination 2009 Golap questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Primary Head Teacher Job Recruitment Examination 2009 Golap Questions and prepare yourself as a qualified candidate of Primary Head teacher job
Tag: Primary Head Teacher Job Recruitment Examination 2009 Golap question with 100% right answer or solution, প্রাইমারী প্রধান শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০০৯ গোলাপ
You Also Like