Main Page Latest Job Circular সাম্প্রতিক তথ্য
Back | Main Page
প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2025-06-04 23:59:59

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1069


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. Sin is to confess as fault is to—

2. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

3. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

4. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 

5. The study of plants—-

6. পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

7. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

8. কোন শব্দটির বানান সঠিক?

9. নিচের কোণ ভগ্নাংটি ছোট?

10. Penny wise pound _____. 

11. ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

12. “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

13. ক এর ১৫% যদি  খ এর ২০% এর সমান হয় তবে ক : খ = কত?

14. ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

15. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

16. (২ × ৩ × ০.৫)/১.৫ = কত? 

17. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

18. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

19. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

20. ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

21. নিচের কোনটি তৎসম শব্দ?

22. “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ

23. What is the adjective form of the word `People’?

24. ‘তামার বিষ’ কথাটির অর্থ-

25. ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

26. এক নটিকেল মাইল সমান কত ফুট?

27. পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখ?

28. Which one is similar to Adult : Child

29. “দ্বীপ” এর ব্যাসবাক্য-

30. একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?

31. রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

32. ব্যাকরণের কাজ কী?

33. ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

34. ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

35. ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

36. ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

37. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?

38. Which is the meaning of ‘White Elephant’?

39. মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

40. What is the synonym of ‘Competent’?

41. নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?

42. ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

43. কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

44. A ‘Myth’ is—-

45. ‘Out and out’ means-

46. “Felicitation” means —-

47. এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

48. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

49. Which spelling is correct?

50. “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

51. ভাস্কর্য “জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?

52. শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

53. ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

54. এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?

55. If a substance is cohesive, it tends to ——-

56. গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

57. He insisted — my going there

58. He is jealous  — my prosperity

59. যদি (6x-y, 13) = (1, 3x+2y) হয়, তাহলে (x, y) = কত?

60. The Antonym of the word ‘awesome’ —

61. Which one is the correct passive form of “Who will do the work?”

62. কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

63. What is the adjective of the word ‘Heart’?

64. “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- 

65. ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

66. ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

67. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

68. একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

69. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

70. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

71. The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

72. ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

73. GPS এর পূর্ণাঙ্গ রূপ কী? 

74. শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

75. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

76. স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

77. A person who was before another person refers to—-.

78. উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

79. Which is the verb of the word ‘Ability’?

80. একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2022 3rd Phase was arranged by Directorate of Primary Education. You can read Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2022 3rd Phase questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2022 3rd Phase Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Pre Primary Assistant Teacher Job Recruitment Examination 2022 3rd Phase question with 100% right answer or solution, প্রি-প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০২২ ৩য় পর্যায় প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like