Back | Main Page
প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ

by Farhana Rahim on 2024-08-02 00:01:01 Last Updated by Farhana Rahim on 2024-08-02 00:01:01

Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 1493


* প্রতিটি প্রশ্নের অপশনে ক্লিক করার সাথে সাথে উত্তর দেখতে পারবেন

1. ১০ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

2. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যােগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

3. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?

4. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

5. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত? দ্রব্যটির ক্রয়মূল্য কত?

6. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে।তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

7. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনাে স্থানে পৌছাতে যে সময় লাগে, ঘন্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

8. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?  

9. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জুন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?

10. 2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?

11. a + b =7 এবং ab = 10 হলে, a2  + b2  + 3ab = কত?

12. কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কি বলে?  

13. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্ৰদুইটি হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ -

14. Which is the verb of the word 'false'? �

15. Which is the adjective of the word 'contempt?

16. কোনটি শুদ্ধ বানান?    

17. কোনটি শুদ্ধ বানান?  

18. They elected him captain” বাক্যের পরিবর্তিত voice form হচ্ছে-  

19. """His behaviour annoys me sometimes""বাক্যের passive form হচ্ছে -"

20. "Nasima said, ""What a fine picture it is!"" এর indirect speech হচ্ছে -"

21. """He asked me when the next letter would come."" বাক্যের direct speech হচ্ছে----"

22. He is afflicted-----gout বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে---

23. """Your conduct admits -- no excuse."" বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -"

24. 'To see eye to eye with' idiom টির সঠিক অর্থ---

25. 'All at once' idiomটির অর্থ হচ্ছে---

26. কোনটি শুদ্ধ বাক্য?

27. কোন বাক্যটি শুদ্ধ?  

28. "ওরা কদম আলী” নাটকটির রচয়িতা কে?

29. ‘শিকওয়াহ ও জওয়াৰ-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?

30. ‘সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?    

31. কোনটি শুদ্ধ বানান?

32. কোনটি শুদ্ধ বানান?  

33. 'পাগলে কিনা বলে ।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

34. ‘এই নদীর মাছ বড় ।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

35. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

36. কর্মধারয় সমাসে কোন পদ প্ৰধান?

37. ‘প্ৰসন্ন’ এর বিপরীতার্থক শব্দ -

38. ‘পর্বত” এর সমার্থক শব্দ নয়--

39. 'কুঁড়ে স্বভাব' কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

40. নীরস এর সন্ধি বিচ্ছেদ -

41. যে বৰ্ণ বা বৰ্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-

42. গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

43. আকাশ নীল দেখায় কেন?

44. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?

45. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন । নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?  

46. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড?

47. অতি বেগুনী রশ্মি কোথা হতে আসে?

48. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে -  

49. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়-

50. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে -

51. পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?

52. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

53. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

54. কোন শহরকে মুসলমান, খ্রীস্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?

55. হ্যালীর ধূমকেতু আবির্ভূত হয় -

56. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?  

57. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন?

58. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?  

59. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?

60. বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?

61. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?

62. Vacant শব্দের Synonym হচ্ছে -

63. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?

64. (০.০০৩) = কত?

65. 'সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?  

66. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?

67. মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে -  

68. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় -  

69. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন---  

70. জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে---

71. হিজরী সন গণনা শুরু হয় ---

72. বাংলাদেশ স্টান্ডার্ড টাইম ও গ্রীনউইচ মান টাইম-এর মধ্যে পার্থক্য হল ---

73. কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?  

74. WHO-এর সদর দফতর কোথায়?

75. 'দুলাহাজরা সাফারী' পার্ক কোথায় অবস্থিত?

76. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ খেতাব কতজনকে দেওয়া হয়?

77. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?

78. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?

79. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?  

80. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পর্বে কোন দেশের উপনিবেশ ছিল?






Back | Main Page

Short Description: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা গ্রহণ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ১০০% সঠিক উত্তরসহ প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা প্রশ্ন পড়তে ও Real Model Test আকারে Practice করতে পারবেন। আর সময় নষ্ট না করে প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা চর্চা করুন আর নিজেকে প্রস্তুত করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন যোগ্য প্রার্থী হিসেবে। Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Padma was arranged by Directorate of Primary Education. You can read Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Padma questions with 100% correct answers and practice in the form of Real Model Test through our website. And without wasting time practice Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Padma Questions and prepare yourself as a qualified candidate of Primary Assistant teacher job
Tag: Primary Assistant Teacher Job Recruitment Examination 2012 Padma question with 100% right answer or solution, প্রাইমারী সহকারী শিক্ষক চাকুরীর নিয়োগ পরীক্ষা ২০১২ পদ্মা প্রশ্ন ১০০% সঠিক উত্তরসহ
You Also Like